সানাই । মোজাফফার বাবু

- Advertisement -
- Advertisement -

সানাই
মোজাফফার বাবু

গুচ্ছ গুচ্ছ মেঘের ভেলায় আসমানে চাঁদ ভাসে
নিশীতে জেগে থাকি জোছনার সমীরণে,
পাহাড় পর্বত আটলান্টিক পেরিয়ে
মায়াবীর আগমন হয় পরির বেশে।

লগ্ন বহে চিরাচরিত সানাইয়ের সুরে
আনন্দ বাহাজ করে মন,
কারিগর গড়বে নতুন জীবন
হাসবে রবি ভাসবে চিত্রকল্পের ছবি,
তেঁতো মাঠ সাজবে ফুলে ফুলে
নিলিমা আসবে দুলে দুলে,
পুবে আসমান আর পাহাড় বন্ধুত্ব গড়ে
লেখক কবিয়ালদের আড্ডা বসে
সাইবেরিয়া থেকে আসবে পেঙ্গুইন
মরুর বুকে পড়বে ভারি বর্ষণ।

পড়ন্ত বেলায় ঘুড়িটা ভাসছে
নিলিমা চলেছে অজানা কোন দ্বীপে,
নিথর নিশ্চুপ শূন্যতা হাহাকার
সারা গাঁও হয়ে গেলো একাকার।

সবাই হতবিহ্বল নিশ্চুপ
উঠবে না আর রোদ্দুর।

তবুও ইচ্ছা বা অনিচ্ছায়
যেতে দিতে হয়,
তবুও চলে যায়
ললাটের বিধান মেনে নিতে হয়।

- Advertisement -

আরো পড়ুুর