অন্যধারা ডেস্ক:
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন। ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাত ও পাচারের মামলায় এ রায় দেয়া হয়। মানি লন্ডারিংয়ে সাত আর অর্থ আত্মসাতের মামলায় চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৮২ পাতার রায়ে দুটি সাজা একসঙ্গে চলবে বলেও জানান আইনজীবীরা। এছাড়া সিনহার বিরুদ্ধে দুটি অভিযোগে ৪৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ছয় মাস অতিরিক্ত কারাদণ্ডের কথাও উল্লেখ করা হয়। তাছাড়াও সিনহার ৭৮ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এই মামলার খালাস পাওয়া দুই আসামি হলেন টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহা। বাকী ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। ফারমার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমকে ৪ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী), রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়কে ৩ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক ও ফারমার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারীকে ৩ বছর কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সাপ্তাহিক অন্যধারা// আর এম