মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইমাম পরিষদের ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৩ মার্চ ২০২০ইং তারিখে সিংগাইর বাসস্ট্যান্ড জামে মসজিদে কালিয়াকৈর ইব্রাহিমিয়া কওমি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলার সর্বস্তরের ইমামগণের এক সাধারন সভায় ৩ বছর মেয়াদী বিশিষ্ট এ কমিটি গঠন করা হয় ।
আলোচিত এ কমিটিতে মাওলানা মো: নাজমুল হককে সভাপতি, মাওলানা মো: সাইফুল ইসলামকে সাধারন সম্পাদক ও মাওলানা মুস্তাফিজুর রহমান মামুন শেখ কোষাধ্যক্ষ নির্বাচিত করা হন।
সিংগাইর উপজেলার ইমামদের প্রতিনিধিত্বকারী এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সর্বজন শ্রদ্ধেয় শীর্ষ আলেমেদ্বীন, শায়খুল হাদিস মুফতি আব্দুস সাকুর মাহমুদ কাসেমী (দা.বা.), শায়খুল হাদিস মাওলানা মো: হাবিবুল্লাহ (দা.বা.) শায়খুল হাদিস, জামিয়া হাফছা বিনতে ওমর (রা:) বালিকা মাদরাসা। মাওলানা মো: ফজলুল করিম (দা. বা.) সেক্রেটারী, ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া, সিংগাইর। মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব, সভাপতি, খতমে নবুয়াত সংরক্ষন কমিটি, সিংগাইর। মাওলানা মাহমুদুল হাসান (দা.বা.) মুহতামিম, কালিয়াকৈর ইবরাহীমিয়া কওমি মাদরাসা। মুহাদ্দিস মাওলানা শেখ মুহাম্মদ সালাহ্ উদ্দিন (দা.বা.) হেড মুহাদ্দিস, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসা। মাওলানা মো: আশরাফুল আলম (দা.বা.) সভাপতি, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদরাসা, মানিকগঞ্জ। হাফেজ মাওলানা মুফতি শফিকুল ইসলাম (দা.বা.) ইমাম ও খতিব, আকিজ টেক্সটাইল জামে মসজিদ, মানিকগঞ্জ। মাওলানা আজহার মাহমুদ (দা.বা.) প্রিন্সিপাল, জামিয়া হাফছা বিনতে ওমর (রা:) বালিকা মাদরাসা। মুফতি হাবিবুর রহমান হুজায়ফী (দা.বা.) বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুফাচ্ছিরে কুরআন, ঢাকা। মাওলানা মো: ওসমান গণি (দা.বা.) পরিচালক, কাতার চ্যারিটেবল সোসাইটি, মানিকগঞ্জ প্রমুখ।
সিংগাইর উপজেলা ইমাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি : মুফাসি্সরে কোরআন মাওলানা মো: নাজমুল হক সাহেব। ইমাম সিংগাইর পৌরসভা ও খতিব সাহরাইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সায়েস্তা। সহ সভাপতি : ১. সাইখুল হাদীস মাওলানা মো: হাবিবুল্লাহ (ইমাম ও খতিব, বাইতুন নূর জামে মসজিদ, সিংগাইর সদর)। ২. হাফেজ মাওলানা মো: দেলোয়ার হোসাইন (ইমাম ও খতিব, চর শ্যাম নগর জামে মসজিদ, সায়েস্তা)। ৩. মাওলানা মো: আব্দুল আজিজ (ইমাম ও খতিব, ছোট কালিয়াকৈর বাজার জামে মসজিদ, বলধারা)। ৪. মাওলানা কামরুল ইসলাম শাহজাহান (ইমাম ও খতিব, বেগুনটিওরি জামে মসজিদ, সায়েস্তা)। ৫. মাওলানা আব্দুল্লাহ আল মামুন (ইমাম ও খতিব, কাশেম নগর বাসস্ট্যান্ড জামে মসজিদ, পৌরসভা)। ৬. মাওলানা হেকমত উল্লাহ (ইমাম ও খতিব, বায়রা শিবপুর জামে মসজিদ)। ৭. হাফেজ মাওলানা শহিদুল্লাহ (ইমাম ও খতিব, বায়রা জজ বাড়ি জামে মসজিদ)। ৮. মাওলানা মুফতি আবু বকর (খতিব, গাবতলা নতুন জামে মসজিদ, বলধারা)। ৯. মাওলানা ফরহাদ হোসাইন (ইমাম ও খতিব, ইসলামনগর বাজার জামে মসজিদ, তালেবপুর)। ১০. হাফেজ মাওলানা ইলিয়াছ (ইমাম ও খতিব, চারপাড়া জামে মসজিদ, বায়রা)। ১১. হাফেজ মাওলানা আশরাফুজ্জামান শাকিল (ইমাম ও খতিব, কাঞ্চন নগর জামে মসজিদ, জামির্তা)। ১২. মাওলানা মো: গিয়াস উদ্দিন (ইমাম ও খতিব, ধল্লা মধ্য পাড়া মাদরাসা মসজিদ, ধল্লা)। ১৩. হাফেজ মোসলেম উদ্দিন (ইমাম ও খতিবম মাস্টার পাড়া জামে মসজিদ, জয়মন্টপ)। ১৪. মাওলানা আকরাম হোসেন (ইমাম ও খতিব, খাসের চর বাজার জামে মসজিদ ধল্লা)। ১৫. হাফেজ মো: বদরুদ্দীন (ইমাম ও খতিব, চারিগ্রাম পুকুর পাড় জামে মসজিদ)। ১৬. মুফতি রুহুল আমিন। ১৭. মাওলানা মুজাফফার আহমদ (ইমাম ও খতিব, ওয়ায়েজ নগর মধ্য পাড়াকেন্দ্রীয় জামে মসজিদ, চান্দহর)। ১৮. মাওলানা ইসমাইল হোসাইন (ইমাম ও খতিব, পুকুর পাড়া জামে মসজিদ, সিংগাইর)। ১৯. মাওলানা মো: সালাহউদ্দিন (ইমাম ও খতিব, আসশামস জামে মসজিদ, সায়েস্তা)। ২০. মাওলানা মো: আব্দুল হাকিম (ইমাম ও খতিব, ধল্লা নদীর পাড় জামে মসজিদ)। ২১. মাওলানা মাহবুবুর রহমান (বিনোদপুর মহিলা মাদরাসা)।
সাধারণ সম্পাদক : মুহাদ্দিস মাওলানা মো: সাইফুল ইসলাম (ইমাম ও খতিব, ব্যাপারী পাড়া জামে মসজিদ, পৌরসভা)। সহ সাধারণ সম্পাদক : মাওলানা শফিকুল ইসলাম (খতিব, আল মদিনা জামে মসজিদ, পৌরসভা)। মাওলানা মাকসুদুর রহমান (ইমাম, সানাইল মাদরাসা মসজিদ বায়রা)। মাওলানা খলিলুর রহমান (খতিব, গোবিন্দল নৈলাইন জামে মসজিদ)। মাওলানা আসাদুজ্জামান (ইমাম ও খতিব, হযরত আলী ওয়াকফস্টেট জামে মসজিদ, আজিমপুর)। কোষাধ্যক্ষ : মাওলানা মুস্তাফিজুর রহমান মামুন শেখ (ইমাম ও খতিব, আজিমপুর জামে মসজিদ)। মাওলানা রুহুল আমিন (ইমাম ও খতিব, জামটি বাজার জামে মসজিদ)।
সাংগঠনিক সম্পাদক : মাওলানা মাহমুদুল হাসান খোকন (ইমাম ও খতিব, সিংগাইর বাসস্টান্ড জামে মসজিদ)। মাওলানা দেলোয়ার হোসেন (উত্তর জামশা পুরান জামে মসজিদ)। মাওলানা মাহমুদুল হাসান (ইমাম ও খতিব, মুন্সিপাড়া জামে মসজিদ আজিমপুর)। মাওলানা আব্দুল কাইয়ুম (ইমাম ও খতিব, বড়বাকা কবরস্থান মাদরাসা মসজিদ)। পাঠাগার সম্পাদক : মাওলানা হাবিবুর রহমান (ইমাম ও খতিব, বাহাদিয়া কেন্দ্রীয় জামে মসজিদ জয়মন্টপ)। দপ্তর সম্পাদক : মাওলানা ফরিদ উদ্দিন (ছানি ইমাম ও খতিব, সিংগাইর ব্যাপারী পাড়া জামে মসজিদ, পৌরসভা)। আরিফুল ইসলাম (ইমাম ও খতিব, জাদুর চর জামে মসজিদ, পৌরসভা)। প্রচার সম্পাদক : মাওলানা আনোয়ার হোসেন মোল্লা (ইমাম, জামিয়া হাফসা বালিকা মাদরাস মসজিদ)। মাওলানা মুজাফফর হোসেন (আজিমপুর মধ্য পাড়া জামে মসজিদ)। সাস্কৃতিক সম্পাদক : মাওলানা আমজাদ হোসেন (ইমাম ও খতিব, মধ্য পাড়া জামে মসজিদ)। সাহিত্য সম্পাদক : মুফতি আবুল বাশার (ইমাম ও খতিব, বাইমাইল কেন্দ্রীয় জামে মসজিদ)। প্রকশনা সম্পাদক : মুফতি আব্দুল আওয়াল (ইমাম ও খতিব, আলি নগর মাদরাসা জামে মসজিদ, জামির্তা)। তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক- মাওলানা সিরাজুল ইসলাম (ইমাম আলিমুস সাদিয়া)। হাফেজ সাইদ আহমাদ (ইমাম, মাদরাসা আবুবকর রা: মাদরাসা মসজিদ)। সমাজ কল্যাণ সম্পাদক- মাওলানা আহমাদুল্লাহ আশরাফ (ইমাম, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়)। হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক, খতিব। ওলামা বিষয়ক সম্পাদক- মাওলানা মাহমুদুল হাসান (ইমাম ও খতিব, বাস্তা গাজিন্দা আনোয়ার মাস্টার জামে মসজিদ)।
কার্যকরী সদস্য- মাওলানা শাহিনুর রহমান, বলধারা। মাওলানা শহিদুল্লাহ, বলধারা। মাওলানা আলমগীর, চারিগ্রাম। হাফেজ শরিফুল ইসলাম, তালেবপুর। হাফেজ কামরুজ্জামান, পৌরসভা। মাওলানা আব্দুস সবুর, ধল্লা। মাওলানা আতাউর রহমান, চান্দহর। মাওলানা সালাহ উদ্দিন, সায়েস্তা। মাওলানা মোশারফ হোসাইন, বায়রা। মাওলানা মাহমুদুর রহমান, সদর।
সম্মানিত উপদেষ্টা পরিষদ- ১. পীরে কামেল আব্দুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব বাহাদুরপুর)। ২. শাইখুল হাদীস আব্দুল কুদ্দুস সাহেব। ৩. শাইখুল হাদীস আল্লামা কাসেম ফয়জুদ্দিন। ৪. শাইখুল হাদীস মাওলানা আহমদ আলী কাসেমী। ৫. শায়খুল হাদীস মুফতি আব্দুস শাকুর মাহমুদ কাসেমী। ৬. মুহাদ্দিস মাওলানা মো: আব্দুর রহমান। ৭. মুফতি আব্দুল বাতেন সাহেব। ৮ .মুহাদ্দিস মওলানা ফজলুল করীম সাহেব। ৯. মাওলানা মাহমুদুল হাসান সাহেব। ১০. আলহাজ্ব হাফেজ আবুল হোসাইন। ১১. মুফতি মাওলানা আব্দুল ওহাব সাহেব। ১২. মুহাদ্দিস মাওলানা ইয়াজুদ্দিন সাহেব। ১৩. মুফতি আব্দুল কুদ্দুস সাহেব। ১৪. মাওলানা হারুনার রশিদ সাহেব৷ ১৫. মুহাদ্দিস মাওলানা মো: সালাহ উদ্দিন সাহেব। ১৬. মুহাদ্দিস মাওলানা আব্দুল বাতেন সাহেব। ১৭. মাওলানা আশরাফুল আলম। ১৮. মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ। ১৯. মাওলানা নুরুল ইসলাম ফরায়েজি। ২০. মাওলানা আজহার মাহমুদ। ২১. মাওলানা আশরাফ আলী। ২২. মুফতি আশরাফ আলী। ২৩. মাওলানা মো: শামসুদ্দিন। ২৪. মাওলানা দেলোয়ার হোসেন। ২৫. মাওলানা শাহজাহান সাহেব। ২৬. হাফেজ তারিক বিল্লাহ সাহেব। ২৭. মাওলানা ওসমান গনী। ২৮. মাওলানা ইসমাইল হোসেন খান।
উল্লেখ থাকে যে সিংগাইর উপজেলার ১টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক মূল কমিটির সদস্য হিসেবে গন্য হবে।
সাপ্তাহিক অন্যধারা/১৬ এপ্রিল-২০২০/জেডএন