সিরিয়ায় দামেস্কে বোমা হামলায় ১৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছে। রাস্তার পাশে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলা হয়।

সামরিক কর্মকর্তাদের বহনকারী বাসটি দামেস্কের হাফেজ আল-আসাদ সেতুর ওপর যেতেই এই বোমা বিস্ফোরিত হয়। মানুষজন কর্মস্থল ও স্কুল-কলেজে যাওয়ার সময় ব্যস্ত রাস্তায় হামলাটি চালানো হয়। সেখানে আরও একটি বোমা ছিল, সেটি নিষ্ক্রিয় করেছেন সেনা প্রকৌশলীরা।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত। (আলজাজিরা)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here