সুবোধ তুই পালিয়ে যা
আসিফ খন্দকার
সুবোধ তুই পালিয়ে যা
এখানে নর পিশাচের উল্লাসে প্রতিদিন লুন্ঠিত হয় মানুষের অধিকার
চেতনার ব্যবসায়ীরা যুদ্ধাকেও বানিয়েছে পণ্য
সুবোধ তুই পালিয়ে যা।
এখানে মানুষ নেই সবাই কেবল মানুষের মতো দেখতে
চারদিকে শুধু প্রহসন, ঘুষ আর দুর্নীতিতে পঁচে গেছে সমাজ
ধর্ম নিয়ে চলে রাজনীতি, ধর্মের ঘাড়ে চড়ে অধর্মের ভূত
মৃতের কাফন বেচেও চলে রমরমা ব্যবসা
সুবোধ তুই পালিয়ে যা।
শাসন আর শোষনের জাঁতাকলে এখানে জনতার বাকরুদ্ধ
শুদ্ধ মানুষগুলো নিজদেশেই নির্বাসিত হয় প্রতিদিন
চাটুকারই আজ সবথেকে সুখী
সুবোধ তুই পালিয়ে যা।
এখানে স্বচ্ছতা নেই অফিস আদালত কিংবা গ্রাম্য সালিসে
দুধে নেই জলে নেই কোথাও স্বচ্ছতা নেই
জীবানুর আক্রমনে পঁচে গেছে মানবিক মন
সুবোধ তুই পালিয়ে যা।
এখানে স্বাধীনতা নেই মৃত্যু ছাড়া আর কোনো কিছুরই স্বাধীনতা নেই
তুই বাঁচতে পারবিনা
সুবোধ তুই পালিয়ে যা।