সূর্যমুখী
আলী মুহাম্মদ লিয়াকত
স্বাধীনতা ছিলে লাল সূর্য, রক্তিম আভা রঞ্জিত
আজকে কেন বিবর্ণ-লাল, ধূসর বর্ণে অঙ্কিত
না না না, তা হতে পারে না, লাল সবুজের পতাকা
আমার স্বপ্ন আমার সাধনা, মানচিত্র মৃত্তিকা।
মায়ের প্রসব বেদনার ফসল আমার স্বাধীনতা
পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে অর্জিত স্বাধীনতা
লক্ষ শহীদের রক্তে রাঙা,
হাজার বোনের অশ্রু-কান্না,
বায়ান্ন থেকে একাত্তুর ঝরা অবিরাম শিলা বৃষ্টি
লাল সূর্য জেগেছে বুকে নব চেতনার কৃষ্টি।
সভ্যতায়, সংস্কৃতিতে, ঘুচাও দৈন্য হীনমন্যতা
পাগল করো না প্রিয়তমা আমার, কবিতা স্বাধীনতা
প্রানের চেয়ে প্রিয় আমার, আরও একটু কাছে আসো,
মান অভিমান বিভাজন ভুলে, গলে বুকে ভালোবাসো
স্বাধীনতা তুমি হবেই হবে সেদিন সূর্যমুখী,
যে দিন দেশে থাকবে না কোনো অনাহারী গরীব দুঃখী।