সেই পুরুষ হবে । হামিদা পারভিন শম্পা

- Advertisement -
- Advertisement -

সেই পুরুষ হবে
হামিদা পারভিন শম্পা

 

তুমি আমার ঘুম ভাঙ্গানি
দোয়েল শ্যামা হবে?
কিংবা কাশবনের স্নিগ্ধতা
মুগ্ধতা ভরা কোমলতায় রবে?

একটা শুভ্র সতেজ নিস্পাপ
সকাল আমার হবে?
রক্ত রবির প্রথম আলো
সর্বাঙ্গে মাখাবো তবে।

নয়ত তাঁতীর পাট ভাঙ্গা
আটপৌরে কোন শাড়ি?
বেলি ফুল অঙ্গে জড়িয়ে
যাব তোমার বাড়ি।

ভরা বর্ষায় পালতোলা নাওয়ের
দক্ষ কোন মাঝি?
নাও বাঁচাতে শক্ত হাতে যে
জীবন ধরে বাঁজি।

কাপুরুষতার কালিমা মেখোনা
কভু তোমার শুভ্রতায়,
তোমার ব্যক্তিত্বে সভ্যতার শির
উঁচু যেন রয় সর্বদায়।

- Advertisement -

আরো পড়ুুর