সেদিন ও আমি । চপল বিশ্বাস

- Advertisement -
- Advertisement -

সেদিন ও আমি
চপল বিশ্বাস

আমিও সেদিন শান্ত চাদর হবো
যেদিন তোমার ব্যথিত দুচোখ শূন্যে ওড়াবে রাত
আলুথালু চুলে নিবিড়-নীরব-নিদারুণ শিথিলতা
যেদিন তোমার ব্যাকুল দুহাত বালিশেই যাবে থেমে

কখনো যেদিন-
মরা-মাকড়োশা কার্নিশে র’বে নিজের সুতোয় ঝুলে
যে রাতে জোনাক নিভে হবে কোনো নীল পাথরের ফোঁটা
কালো জঙ্গলে ঝিঁঝিপোকা ডেকে নামাবে শান্ত রাত

শেফালির ফুল টুপ করে যাবে ঝরে
গন্ধরাজের বুকে বুনে যাবে শুঁয়োপোকা তার ঘর
নিভৃতে গোলাপ ফিকে হয়ে হবে নীল
এসবের সাথে যেদিন তোমার পুরোটা অন্ত্যমিল

আমিও সেদিন শিথিল চাদর হয়ে
চুপ করে র’বো তোমার খাটে শুয়ে।

- Advertisement -

আরো পড়ুুর