- Advertisement -
- Advertisement -
সোনালী বিকেল
নজরুল ইসলাম
যদি সোনালী বিকেলে
কোনো এক নদীর ধারে
রক্তিম সূর্যের শেষ বেলাতে
তোমার সাথে বসে, একটু গল্প করি
বলো না ক্ষতি কি তাতে।
আর তখন যদি, দু’জন দু’জনার
চোখা-চোখির, সূত্র ধরে
মন বিনিময় হয়েই যায়
তবে দোষ দিওনা আমারে।
তোমায় নিয়ে যদি একটু
কাল্পনিক জগতে ঘুরে আসি
তবে জানে, জানুক না, এ বিশ্ববাসি।
মহাকাব্যের ঘটুক আনা-গোনা
করুক না হয় একটু লেখা-লেখি
তবুও বলবো আমি
তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি।
- Advertisement -