অন্যধারা ডেস্ক : করোনা মহামারীর কারণে দেড় বছর বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। স্কুল-কলেজ খোলার পর সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার কথা জানালেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনাকালে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও সেটি যথেষ্ট নয়। তাই স্কুল-কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খোলার পর সপ্তাহে একদিন করে ক্লাস নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে পরিস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। উপমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরিসেবা চালু হয়েছে। এতে এক ছাদের নিচে সব ধরনের জরুরিসেবা মিলবে। রোগীরা এখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন। ফলে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চাপ কমবে।
অন্যধারা/সাগর