অন্যধারা ডেস্ক : আজ ১৭ সেপ্টেম্বর, ২০২১ইং অর্থাৎ “স্বপ্নকুঁড়ি পাঠশালা” স্কুলের শুভ জন্মদিন। ২০১৭ সালের এই তারিখে (১৭ সেপ্টেম্বর) কিছু স্বপ্নবাজ তরুণ-তরুণীদের হাত ধরে স্বপ্নকুঁড়ি পাঠশালা স্কুলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ৫ম বছরে পা রাখলো আমাদের স্বপ্নের স্বপ্নকুঁড়ি পাঠশালা স্কুলটি। সেই উপলক্ষে আজকে স্কুলে স্কুলের জন্মদিন পালন করা হয় । তারই ধারাবাহিকতায় কেক কাটা, বাচ্চাদের কোরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, ইসলামি সঙ্গিত, গান পরিবেশনা এবং সোনালী অতীত ও অগ্রগতির বর্তমান নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মাঝে আলোচনার মাধ্যমে আজকের দিনটিকে যথাযথভাবে পালন করা হয়।
অন্যধারা/সাগর