- Advertisement -
- Advertisement -
স্বপ্নলোকের চাবি
আবু জাফর সিকদার
মৌবনে নেই যে মধু, শুকনো অন্তর
সাপের বিষে জ্বলছে একা লখিন্দর!
বেলতলা মনসুখ হৃদয়টা কাড়ে
মাথার ভয়ে প্রেমিক বেল নাহি ছাড়ে!
স্বাপ্নাকাশে মিটিমিটি জ্বলে শুধু তারা
প্রেমহীন ঝুলে থাকে ঐ বাঁধনহারা।
মৌবনে নেই যে মধু, শুকনো অন্তর
সাপের বিষে জ্বলছে একা লখিন্দর!
স্বাপ্নাকাশে মিটিমিটি জ্বলে শুধু তারা
প্রেমহীন ঝুলে থাকে ঐ বাঁধনহারা।
তবুও প্রিয়াঙ্কা বঁধু আঁখি ছলছল
সকাল সন্ধ্যা রাতের প্রেরণাই বল।
রথে চরে যাবে তাই দূর স্বপ্নলোক
কাটেনা প্রিয়ার স্মৃতি, বৃষ্টিঝরা শোক।
- Advertisement -