স্বপ্ন-ভঙ্গ । আলী মুহাম্মদ লিয়াকত

- Advertisement -
- Advertisement -

স্বপ্ন-ভঙ্গ 
আলী মুহাম্মদ লিয়াকত

আমি স্বপ্ন দেখতে ভালোবাসি
জীবনের যতটুকু সুখ দেখি স্বপ্ন প্রতিচ্ছবি
প্রায় প্রতিরাতেই স্বপ্ন দেখি
এক সবুজ শ্যামল গাঁ, আমার বাংলা মা।

স্বপ্ন দেখি মানুষের ভিড়ে কোন জট নেই
নেই হিংসা বিদ্বেষ বিভেদ কোন হানাহানি
আছে শান্তির অন্বেষা, সমৃদ্ধির প্রত্যাশা,
যেখানে নেই কোন দুঃশাসন, দুর্নীতি, লুটপাট
একাত্তরের উত্তাল রণাঙ্গনের হাসিমুখ, বিজয় আনন্দ,
ম্লান করে ধর্ষিতা মা- বোনের আর্ত- চিৎকার।

সে দিন স্বাধীন পতাকায় অঙ্কিত ছিল
এক হাড়ি ডাল ভাত মাছের ঝোল
ক্ষুধা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ।

অথচ কিবাম আশ্চর্যম!
আজও পথে ঘাটে হাটে মাঠে, রেল- লাইনের পাশে
জীর্ণ শীর্ণ দেহে দাঁড়ানো ভিক্ষার ঝুলি
শীতের তীব্রতার মাঝেও বস্তিতে
ছেড়া কাপড়ে মোড়া কিশোরী ধর্ষণ।

বাঙালিরা স্বাধীন পয়সার মুখ দেখলেও
আজও রয়ে গেল গরীব, মূর্খ, অমানুষ
এই সব দুঃস্বপ্নে ঘুম ভাঙলে মনে হয়
আর কি পাব না ফিরে স্বপ্ন একাত্তুর।

- Advertisement -

আরো পড়ুুর