শিল্প-সাহিত্যকবিতা হাইকু/ রাইসুল হক By অন্যধারা ডেস্ক-১ - November 18, 2020 0 493 FacebookTwitterPinterestVKWhatsAppPrint রাইসুল হক – এর এক পশলা হাইকু্: ১. মারলে মশা হাতেই আলপনা বিচিত্র রেখা। ২. ধোঁয়া যে মেখে অবেলা রোদে পুড়ি খরা জীবনে। ৩. ফসল খায়ে মোড়লের সপোষ্য রাম ছাগলে। ৪. মার আঁচলে বটো বৃক্ষের ছায়া খেলা যে করে। অন্যধারা/১৭ নভেম্বর’২০/এসএএইচ