অন্যধারা ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ রাখা হয়েছে হাটহাজারী মাদরাসায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। হেফাজত আমির মাওলানা বাবুনগরী বৃহস্পতিবার সাড়ে ১১ দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। এর আগে আজ বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদ্রাসায় স্ট্রোক করেন। সেখান থেকে শহরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ এই আলেম দীর্ঘদিন জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এর আগেও তিনি কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
অন্যধারা/সাগর