হায়রে ক্ষুধার্ত পথ । কল্যাণ চক্রবর্তী

হায়রে ক্ষুধার্ত পথ 
কল্যাণ চক্রবর্তী

 

হায়রে ক্ষুধার্ত পথ কতো ক্ষুধা নিয়ে তুমি চল এইদেশে
কতো প্রাণ তুলে নিবে যাতায়াতের পথে পথে পথে
কতো হত্যা হলে তবে পূর্ণ হবে ক্ষুধার্ত উদর
শিশুরাও জানতে চায় মিছিলে সরবে।

কোন দানব মুঠোফোনে কথা কয় চালকের সীটে বসে বসে
রেস খেলার ইচ্ছা জাগে কোন পাষণ্ডের স্টিয়ারিং হাতে
কোন পশু ধাক্কা মেরে ফেলে দেয় বাসের নীরিহ যাত্রী
তুমি কেন দেখে দেখে চুপ থাক পাষাণের মতো?

তুমি কি জানোনা পথ এ জীবন বহু মূল্যবান
কতো আশা ধরে বুকে জীবনের পথখানা পায় সবে খুঁজে
তাকে তুমি অঙ্গুষ্ট দেখিয়ে চলো এ কোন চাতুরি তোমার
কান্নার করুণ ধ্বনি শুনোনাকি হে চলার পথ?

তুমি কি পারোনা পথ আইনের শক্ত দড়ি হাতে নিয়ে
চালকের আসনটিকে শক্ত করে বেঁধে দিতে
যাতে তারা লাইসেন্স-পারমিট ছাড়া একচুলও নড়তে পারবেনা এইদেশে
বকশিশ প্রত্যাশীদের জিহ্বাখানা দাও ছ্যাকা লোহার কাঠিতে।

আর কতো ক্ষুধা নিয়ে চলাচল করবে হে ক্ষুধার্ত সড়ক
এবার গুটাও হাত নিরাপদে চলাচল করুক সবাই
সন্তানসন্ততি নিয়ে নিরাপদে ফিরে যাক যার যার ঘরে
তুমি হও সকলের নিরাপদ যাতায়াতের সুখময় রথ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here