- Advertisement -
- Advertisement -
হীরার জন্য
সৈয়দ আজিজ
হীরার জন্য জেগে থাকি রাত্রিময়
থাকি চিন্তিত, অধীর ক্রমাগত
কে যেন ডেকে বলে, কী করো এ সময়?
দুশ্চিন্তাগ্রস্ত কবি ভাগ্যহত
প্রেমের বিষজ্বালা হেমলক তেথে কম নয়
আমি দাবাগ্নির গহনে জ্বলি
আকাশে ছিল গোমড়া মেঘের ভয়
তাই কণ্ঠে বেঁধেছি সত্যপীরে মাদুলি।
বুকের মধ্যে রোদ-বৃষ্টির খেলাঘর
হৃদয়-নদীতে খর স্রোতা ঢেউ খেলে
ভারী শ্বাস ফেলে দুরন্ত অজগর
বোধের চক্ষু জাগ্রত হয় নন্দিত চোখ মেলে।
- Advertisement -