হৃদয়ের ক্রন্দন
বেবী আফরোজ
তুমি আমাকে অনেক দিয়েছো
যন্ত্রণা দিয়েছো, দুঃখ দিয়েছো
হয়তো কিছুটা আনন্দ।
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি
আমিতো এমন হতে চাইনি
নির্জনতাকে আঁকড়ে ধরে থাকি
অকারণে বেদনা অনুভব করি।
জীবনটাকে কখনো শূন্য মনে হয়
হারিয়ে ফেলি নিজেকে
অজানা অনুভ‚তিতে
কেঁপে কেঁপে উঠে হৃদয়ের তলদেশ।
দীর্ঘশ্বাস বেরিয়ে আসে
লজ্জাও হারিয়ে ফেলেছো
উঁচুতে উঠার জন্য,
জলাঞ্জলি দিয়েছো নিজের ব্যক্তিত্ব।
আর কত উঁচুতে উঠবে তুমি?
দেখে আতঙ্কিত হই
তুমি কি সেই তুমি
যে ছিল চির সবুজ, প্রাণোজ্জ্বল!