হয়লি না আপন
আসিফ খন্দকার
তোরে দিয়ে ছিলাম এই মনোপ্রাণ
দিয়ে ছিলাম হৃদয় উঠান
স্বপ্ন-আশা ভালোবাসা সব দিয়েও পায়নি মন
তুই তো আমার হয়লি না আপন।
নিঠুর উদাস বনের হাওয়া আমার আজি শুধু চাওয়া
তোর দুচোখে দেখে ছিলাম দখিনা প্রেম ফুলপবন
তুই তো আমার হয়লি না আপন।
আমার কথা রাখলি নারে আপন হয়ে থাকলি নারে
নিজের মতে চললি রে তুই করলি না আর প্রেম যাপন
তুই তো আমার হয়লি না আপন।
পাথর চোখে তাকাই থাকি নিজেই নিজের ছবি আঁকি
প্রেম চেয়ে তো পেলাম আঘাত বন্ধুরে তোর পাষাণ মন
তুই তো আমার হয়লি না আপন।
চাতক হইয়া থাকবো বসি আসিস শুনলে কালার বাঁশি
গঙ্গা তীরে রইবো চেয়ে যাব না আর বৃন্দাবন
তুই তো আমার হয়লি না আপন।