হয় না এখন – আবু তালহা রায়হান

- Advertisement -

হয় না এখন
আবু তালহা রায়হান

দাদার মুখে পান
দাদির কণ্ঠে গান
আগের মত নেই এখন আর
হয় না এখন ফান।
নানার পিঠে চড়া
নানির শাড়ি পরা
আমের শাখে জামের শাখে
হয় না এখন ওড়া।
অন্যধারা/সাগর
- Advertisement -

আরো পড়ুুর