অন্যধারা ডেস্ক: নেদারল্যান্ডসের হয়ে কাজ করা ১০ আফগান দোভাষীকে খোঁজছে তালেবান সরকার। এনওএসের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। এদিকে দোভাষীরা আদালতে হাজির না হলে তাদের পরিবারের সদস্যদের শাস্তি দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
এনওএসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের হুমকিমূলক চিঠির প্রাপক আফগানিস্তানে ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সহযোগিতা সংস্থা ইউরোপোলে কাজ করতেন। তালেবান আফগান ওই ব্যক্তির বিরুদ্ধে বিদেশিদের কাছ থেকে ‘অসম্মানজনক ও বেআইনি অর্থ’ নেয়ার অভিযোগ এনেছে।
আত্মগোপনে থাকা ওই ১০ আফগান দোভাষী এখন কোথায় আছেন তা স্পষ্ট নয়। গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পর যুক্তরাষ্ট্র, ব্রিটেন, নেদ্যারল্যান্ডসসহ বিভিন্ন দেশের হয়ে কাজ করা অধিকাংশ আফগান দোভাষী আফগানিস্তান ত্যাগ করেছে।
সাপ্তাহিক অন্যধারা // আতারা