২৪ দিন পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

রোববার (৭ নভেম্বর) বিকেল ৫টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতাল থেকে বিকেল সাড়ে পাঁচটার দিকে গুলশানের বাসায় পৌছান। জানা যায়, গত ১২ অক্টোবর শারীরিক চেক আপের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৪ দিন হাসপাতালে ভর্তি থাকার পর আজ রোববার তিনি নিজ বাসায় ফিরেন। হাসপাতাল থেকে বের হয়ে  খালেদা জিয়াকে গাড়িতে ওঠানোর সময় দলীয় নেতাকর্মীরা প্রচন্ড ভিড় করেন । এ সময় পুলিশের কড়া নিরাপত্তায় ছিলেন তিনি ।জানা যায়, এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চিকিৎসক টিমের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন,  খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সহ আরও অনেকে।  এছাড়াও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা তার  সঙ্গে ছিলেন।

অন্যধারা/ আর এম

- Advertisement -

আরো পড়ুুর