২৭ আগস্ট কবি মীনা সাহার শুভ জন্মদিন

বিশেষ প্রতিনিধি:
আগামী ২৭ আগস্ট ২০২১ (শুক্রবার) অন্যধারা সাহিত্য সংসদ ভার্চুয়াল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি মীনা সাহার শুভ জন্মদিন। প্রিয় কবি ও সংগঠকের শুভ জন্মদিনে সংগঠনের পক্ষ হতে অন্যধারাময় কাব্যিক শুভেচ্ছা ও নান্দনিক অভিনন্দন।
কবি মীনা সাহা পশ্চিমবঙ্গের নদীয়ার কৃষ্ণনগর ঘূর্ণিতে বর্তমানে বসবাস করছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ (বাংলা) পাশ করেন। তিনি নবপল্লব বর্তমান এর সম্পাদক। তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত।  গল্প , কবিতা , ছড়া , প্রবন্ধ , উপন্যাস নানা বিষয়ে তিনি লেখালেখি করেন। কবির প্রকাশিত গ্রন্থগুলো: ১. তুমি এলে… সৃষ্টি হল সুন্দর ২. গভীর নিমগ্নতায় ৩. হৃদয় আলোর স্রোত সত্য নির্ঝরে… ৪. লিখছি ছড়া বলছি ছড়া ৫. বলছি কথা ছড়ায় ছড়ায় ৬. বিষন্ন মেয়েটির সাথে… ৭. নিভৃত হৃদয়-নীড়ে… ৮. ভূতের আমি ভূতের তুমি

কবি মীনা সাহার লেখা চমকপ্রদ সব কবিতার মধ্য উল্লেখযোগ্য একটি কবিতা – ‘গোধূলির গোলকধাঁধা’ , যা পাঠক হৃদয়কে আলোড়িত করে……

হাজার বছরের ঘুমহীন রাতের স্মৃতি
গত হওয়া ঋতুর মতো মন মননে ভাসে
গ্রীষ্ম-বর্ষা ছুঁয়ে শরৎ-হেমন্ত-শীত
বসন্তের কোন এক পাতাঝরা বিকেল
গোধূলির আলোয় জলঙ্গীর ধারে
দুকূল ছাপানো জলের মন্হনে
উতলে উঠছে নদী
ভাসিয়েছে একটু একটু করে
যুবতী নৌকারা দুলছে হাওয়ায়
মেঘের ক্যানভাসে
আকাশের বুকে উড়ে উড়ে
কবিতার রূপকথা করছে বয়ান
নদীর আকুল স্রোতে সাগর এসেছে ছুটে
পাতাঝরা বিকেলে গোধূলির গোলকধাঁধায় জলঙ্গীর ধারে
নিশ্চুপ শান্ত সমীরণে শুধু
চেয়ে চেয়ে থাকা নির্নিমেষ
বুকের উতলে উঠা ঢেউয়ের নাচে
ভাঙছে নদী
ভাঙছে পাহাড়
একটু একটু করে মোমের গলনাঙ্ক
জমে জমে
বুকের ভিতর গড়ে উঠছে
ছোট্ট একটা দ্বীপ।

কবির সুস্বাস্থ্য ও কাব্য প্রতিভা বিকাশের প্রার্থনায় অন্যধারা সাহিত্য সংসদ।

অন্যধারা/ ২৭ আগস্ট,২০২১/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here