৫০ পয়সা কয়েনের মূল্য লক্ষ টাকা

আন্তর্জাতিক ডেস্ক : অনেক সময় দেখা যায়, যে জিনিসগুলিকে অনেক সময় গুরুত্ব দেওয়া হয় না সেগুলির দাম হয়তো লক্ষ বা কোটি টাকা ৷ পুরনো নোট বা কয়েন জমিয়ে রাখার অভ্যাস আছে অনেকেরই ৷ কিন্তু আপনি জানেন কী এই নোট বা কয়েন আপনাকে বানিয়ে দিতে পারে লক্ষপতি বা কোটিপতি ৷

সম্প্রতি ভারতে দেখা গেছে ২০১১ সালের ৫০ পয়সার কয়েন এর ডিমান্ড বেড়েছে। য়ার কাছে ৫০ পয়সার এই কয়েন আছে বাড়িতে বসেই সেই কয়েক বানিয়ে দিতে পারে লাখপতি ৷ সে জন্য OLX-এ লগইন করতে হবে ৷ OLX একটি অনলাইন মার্কেটপ্লেস যেখানে জিনিস কেনা-বেচা করা হয় ৷

কয়েনটি বিক্রি করার জন্য OLX-এ রেজিস্টার করাতে হবে ৷ এরপর আপনার কাছে থাকা ৫০ পয়সার কয়েনের ছবি আপলোড করতে হবে সাইটে ৷ আপনি যদি কয়েন কিনতে চান তাহলে অবশ্যই একটু সর্তক থাকবেন৷ সমস্ত কিছু যাচাই করার পর পেমেন্ট করবেন ৷ ( সূত্র :News18)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here