৫ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিলো মিয়ানমারের সামরিক জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক : অং সান সুচির দলের এক মুখপাত্র এবং জনপ্রিয় কমেডিয়ান জারগানাসহ কয়েক হাজার বন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে । (রয়টার্স)

গত সোমবার টেলিভিশনে বক্তব্য রাখার সময় সাড়ে পাঁচ হাজারের বেশি আন্দোলনকারীকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের ভাব-মূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছে মিন অং হ্লাইং সরকার। সে কারণেই একসঙ্গে সাড়ে পাঁচ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়া হলো।

গত ১ ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে সরিয়ে দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশজুড়ে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কিন্তু বিক্ষোভ-প্রতিবাদ দমন করতে কঠোর অভিযান চালায় সেনাবাহিনী। সে সময় হাজার হাজার আন্দোলনকারীকে আটক করা হয়।

আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার ঘটনায় স্বাগত জানিয়েছে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি টম অ্যান্ড্রিউস। টুইট বার্তায় তিনি বলেন, নিজেদের মন-মানসিকতার বদলের ফলে রাজনৈতিক বন্দিদের মুক্তি দেয়নি মিয়ানমার। বরং চাপে পড়েই তারা এই পদক্ষেপ নিয়েছে। এসব লোকজনকে আটক করায় এর আগে জাতিসংঘের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here