৯/১১ হামলার ২০ বছর পূর্ণ হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার (ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) হামলার ২০ বছর পূর্ণ হচ্ছে আজ। ২০০১ সালের এ দিনে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয় ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। সেদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পাশাপাশি হামলা হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনেও।

ছিনতাই করা বাণিজ্যিক উড়োজাহাজ ব্যবহার করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা। এ হামলার জন্য দায়ী করা হয় আল-কায়েদাকে। ১১ সেপ্টেম্বর, ২০০১ সালের হামলায়  দুই হাজার ৯৭৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ছয় হাজারের বেশি মানুষের। হামলার ২০ বছরের প্রাক্কালে প্রেসিডেন্ট বাইডেনের একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে তিনি ভয়াবহ ওই হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার ৯/১১ হামলাকে স্মরণ করে বিভিন্ন আয়োজন করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, যতই সময় পার হয়ে যাক না কেন, এই স্মৃতিগুলো সবকিছুকে যন্ত্রণাদায়কভাবেই ফিরিয়ে আনে যেন মনে হবে আপনি কয়েক সেকেন্ড আগেই এই খবর পেয়েছেন।

ওই হামলার পর আমেরিকার মুসলিমদের বিরুদ্ধে ভয়, ক্ষোভ, সহিংসতা এবং বৈরী আচরণ করা হয়েছে বলে তিনি স্বীকার করেছেন। তবে তার মতে, মানুষের মধ্যে ঐক্যই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি।

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here