অসহায় মানুষের পাশে পুলিশের এসি মিজান ও তার পরিবার

সৈয়দ এনামুল হুদা : করোনা ভাইরাসের প্রকোপে কর্মবিমুখ হয়ে পড়েছে হাজারো মানুষ। গরীব, শ্রমজীবী দিনমজুররেরা অসহায় ও মানবেতর জীবন যাপন করছে। মানিকগঞ্জ জেলাতেও এই কারণে বিপাকে পড়েছে শত শত পরিবার। সেই অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মানিকগঞ্জ জেলার গর্বিত সন্তান ডিএমপি- দারুসসালাম জোনের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান ও তার পরিবার। পুলিশের উচ্চপদস্থ এই কর্মকর্তা মিজানুর রহমান, তার ভাই আবদুর রহমান ও বোন রাতিয়া আহমেদ রুনার আর্থিক সহযোগিতায় তাদের নিজ গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার লেমুবাড়ি ইউনিয়নের শিমুলিয়া এলাকায় প্রায় ৮০টি আর্থিক ক্ষতিগ্রস্থ অসহায় গরীব পরিবারকে নিত্যপ্রয়োজনীয় জিনিস উপহার সামগ্রী হিসেবে ঘরে ঘরে পৌঁছে দেন। এছাড়াও মানিকগঞ্জ শহরের পূর্ব- দাশড়া এলাকায় ২০টির বেশি পরিবারকে এই সাহায্য উপহার প্রদান করেন মানিকগঞ্জের গর্বিত এই কৃতি সন্তান মিজানুর রহমান ও তার পরিবার।
এসি মিজান জানান- ‘করোনাকালীন এই মুহূর্তে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। আমি ও আমার পরিবার, আমাদের সাধ্য অনুযায়ী কিছু অসহায় মানুষ ও পরিবারকে নিত্যপ্রয়োজনীয় উপহার সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। এমনিভাবে তিনি করোনা ভাইরাসের দরুন অসহায় মানুষের পাশে প্রত্যেক সামর্থ্যবানদের এগিয়ে আশার আহবান জানান এবং সংক্রমণ ঝুঁকি এড়াতে করোনাকালীন সময়ে সরকারি আইন, সিদ্ধান্ত ও বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দেন। মানিকগঞ্জ জেলার এই কৃতি সন্তান ও তার পরিবারের আর্থিক সহায়তায় সাহায্যপ্রাপ্ত প্রায় শতাধিক পরিবার করোনাকালীন বিপদময় মুহূর্তে সাহায্য উপহার পেয়ে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সাপ্তাহিক অন্যধারা/৬ মে ২০২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here