আর্জেন্টিনাকে হারানোর ৩২ বছর পর ক্যামেরুন হারালো ব্রাজিলকে

  • স্পোর্টস ডেস্ক

এ নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপ খেলেছে ক্যামেরুন। বিশ্বকাপে তাদের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনাল। ১৯৯০ বিশ্বকাপে বড় চমক দেখিয়েছিল রজার মিলার ক্যামেরুন।

গ্রুপপর্বে আর্জেন্টিনা-রোমানিয়াকে হারানোর পর শেষ ষোলোতে তারা ২-১ গোলে হারিয়েছিল কলম্বিয়াকে। কোয়ার্টার ফাইনালেও ইংল্যান্ডের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল। কিন্তু বিদায় নেয় ৩-২ গোলে হেরে।

এরপর থেকে প্রতিবারই গ্রুপপর্বের গণ্ডিতে আটকে গেছে ক্যামেরুন। এবারও। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চমক দেখালেও গ্রুপপর্ব পার হতে পারেনি আফ্রিকার দেশটি।

তবে ব্রাজিলের বিপক্ষে এই জয় তাদের বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা জয়। ১৯৯০ বিশ্বকাপে ওমাম বিয়িকের গোলে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর অনেকবার চেষ্টা করেও বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের বিপক্ষে জিততে পারেনি ক্যামেরুন।

৩২ বছর পর তারা অবশেষে ধরাশায়ী করলো আরেক জায়ান্ট ব্রাজিলকে। এবারও সেই একই ব্যবধানে (১-০ গোলে)। আর্জেন্টিনার বিপক্ষে জয়ের নায়ক ছিলেন ওমাম বিয়িক, এবার নায়ক ভিনসেন্ট আবু বকর।

  • দৈনিক অন্যধারা // আর.এইস.কে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here