ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলিতে গুলিবিদ্ধ ৫

বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পাঁচ ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ চারজনের নাম জানা গেছে। তারা হলেন- ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ, কর্মকর্তা মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ।

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এস আলম গ্রুপের লোকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। অবিলম্বে ব্যাংকের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

জানা গেছে, সকাল ৮টার দিকে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বৈষম্যবিরোধী ব্যাংকার সামাজের ব্যানারে আন্দোলন শুরু করেন। এ সময় ইসলামী ব্যাংক দখল নিয়ে এস আলম গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচ ব্যাংক কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা ভবনের সামনে আন্দোলন করছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। পরে উপস্থিত কর্মকর্তারা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

১১/০৮/২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here