ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে দিল্লি থেকে আটক করেছে পুলিশ। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (২৬ জুলাই) দিল্লিতে বিক্ষোভ করার সময় রাহুল গান্ধীকে আটক করে পুলিশ।
আটক হওয়ার আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশি রাষ্ট্র, মোদি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) হলেন রাজা।
এদিকে একই দিনে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দপ্তর। এ সময়ে প্রিয়াঙ্কা গান্ধী ও রাহুল গান্ধী তার সাথে ছিলেন।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে আয়োজিত জিএসটি (ট্যাক্স) বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময়ে তাকে বিপুল সংখ্যক পুলিশ ঘিরে ধরে পরবর্তীতে সেখান থেকেই তাকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজঘাট অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ।
এক টুইট বার্তায় কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ জানান, কংগ্রেসের সাংসদরা মিছিল নিয়ে বিজয় চক থেকে প্রেসিডেন্ট ভবনের দিকে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাদের। এখন তারা পুলিশ ভ্যানে আছেন। তাদেরকে গ্রেফতার করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা শুধু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া আর কেউই জানেন না। তবে গ্রেফতারের বিষয়ে দিল্লি পুলিশ ও ক্ষমতাসীন দল বিজেপি এখনও কোনো মন্তব্য করেনি।
দৈনিক অন্যধারা/২৬ জুলাই ২০২২/জ কা তা