কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে দুই রোহিঙ্গা তরুণকে গুলি করে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ঘরে ঢুকে দুই রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ (২১ মার্চ, মঙ্গলবার) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-১৩ জি/৪ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহতরা ছিলো, উখিয়ার ক্যাম্প-১৩ জি/ব্লক-৪ এর বাচা মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (২২) ও একই ব্লকের মো. হোসেনের ছেলে মোহাম্মদ রফিক (২০)। আহতরা হলেন একই ব্লকের মো. হোসেনের ছেলে মো. ইয়াসিন (২৮) ও মো. হেসেনের ছেলে নূর আলম (২৮)।

উখিয়া থানার ওসি জানায়, ক্যাম্পের ওই ব্লকে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ বসতঘরে ঢুকে তাদের লক্ষ্য করে ১০ থেকে ১৫ রাউন্ড গুলি করে। এতে ঘটনাস্থলেই বাচা মিয়ার ছেলে রফিক মারা যান। এ ঘটনায় রফিক নামে আরেকজন, ইয়াছিন ও নূর আলম গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ হোসেনের ছেলে রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ অপরাধী শনাক্তে কাজ করছে।

দৈনিক অন্যধারা / ২১-০৩-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর