কফি হাউজের আবছায়ায়- মোজাফফার বাবু

কফি হাউজের আবছায়ায়

মোজাফফার বাবু

এক তুলতুলে নিগূঢ সন্ধ্যায় কফি হাউজে দেখা হয়েছিল
কাঁচা হলুদের মতো আভা ছড়ানো তোমার শরীর জুড়ে ছিলো
মেজেন্ডা রংয়ের শাড়ি
দারুন মানিয়েছিলো, দিব্যি করে বলছি
অপলক তাকিয়ে ছিলাম।

আবছায়া ঘেরা মিষ্টি মজমার পূর্ণিমার আলো গড়িয়ে
তোমাকে আরও সাজিয়ে তুলেছিল।
যেনো গুচ্ছ গুচ্ছ শ্বেত অম্বর ভেসে যাচ্ছে দিগন্ত থেকে দিগন্তে
সে পথচলায় তর্জনী ছুটছে আগামী দিনের ভবিষ্যতে

বসন্তের ফুরফুরে হাওয়ায় কৃষ্ণচূড়ার ফাগুন আগুনে
যেনো পুড়ে যাচ্ছে প্রিয়তমা তোমার ঠোঁট
হঠাৎ গুনগুনিয়ে উঠলে, আর তোমার লাল ঠোঁট
হয়ে উঠলো সমঅধিকারের প্রজ্বলিত মশাল হয়ে
বর্ণালী স্বপ্নগুলোকে, আশা আকাঙ্খা বাস্তবতাকে
ভরিয়ে তুললো অন্য আবেগে
বেখেয়ালি মন আমার ছুটতে ছুটতে আরও পেছনে
পেছন থেকে পেছনে সেই যৌবনে, সেই কিশোরবেলায় নিয়ে গেল
যেখানে তুমি আর আমি, আমি আর তুমি

এখন তুমি আমি অনেক দূর
ভিন্ন অর্থে দু‘জনে দুই কূল

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here