কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিহৃয় আসামি গ্রেপ্তার

অন্যধারা প্রতিবেদক:

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৪ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুর্গম কাশিদারামপুর চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হৃদয় দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। তিনি সাটুরিয়া থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ৬ আগস্ট হৃদয় জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গত পরশু তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে হৃদয়। ২০২২ সালের ৮ আগস্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড দেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় কারাগার থেকে পালিয়ে যান।

অন্যধারা/০৪ সেপ্টেম্বর-২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here