কুয়েত সরকার ১০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠালো

আন্তর্জাতিক ডেস্ক :

দশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ (২৮ মার্চ, মঙ্গলবার) কুয়েত টাইমসের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানায়। কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত তিন মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়। তাছাড়া গত মাসে গ্রেফতার করা হয় প্রায় তিন হাজার। মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। তাদের মধ্যে রয়েছে জেলে, কৃষক ও স্ক্র্যাপকর্মী। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কমিটি ধারাবাহিক অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছে, শ্রম বাজারেও এই অভিযান চালানো হয়েছে। বেশ কয়েকটি এজেন্সি অন্যদেশের নাগরিকদের কাছে ভিসা বিক্রি করছে। যারা এসব অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদেরও ধরা হয়েছে বলে জানায় কমিটি। এদিকে পাবলিক অথরিটি ম্যানপাওয়ার কোম্পানিগুলোর মধ্যে স্থানান্তর বিষয়ে অভিযোগ পাওয়ার জন্য একটি নতুন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। বিশেষ করে দেশে আসা নতুন কর্মীদের ক্ষেত্রে।

দৈনিক অন্যধারা / ২৮-০৩-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here