খুলনায় ৬ রাউন্ড গুলি ভর্তি ১টি বিদেশি পিস্তল উদ্ধার, ধাক্কা দিয়ে অস্ত্রধারীদের পলায়ন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা প্রতিবেদকঃ

নিয়মিত তল্লাশি কালে গতকাল দুপুরে খুলনার লবণচরা থানা পুলিশ সাচিবুনিয়ার স্লূইচ গেটের সন্নিকটে মোহাম্মাদিয়া সুপার মার্কেটের প্রবেশ মুখে চলমান একটি মোটর সাইকেল থামিয়ে তাদের জিজ্ঞাসা কালে একজন তার নাম মোঃ জাহিদুল ইসলাম (২৪) পিতা-হায়াত আলী, সাং-সাচিবুনিয়া স্লূইচগেট, থানা লবণচরা, খুলনা বলে জানায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করা হয় এবং পরিহিত প্যান্টের সামনের বাম কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল পাওয়া যায়। এসময় একজন আসামি পুলিশকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ রাস্তায় পড়ে গেলে অপর অজ্ঞাতনামা আসামি তার মোটরসাইকেলটি পুলিশের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়।

লবণচরা থানা পুলিশ অবৈধ অস্ত্র, গুলি এবং ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করে হেফাজতে নেয়। ম্যাগাজিনে ৬ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় ছিল এবং পিস্তল এর গায়ে made in USA লেখা ছিল। অবৈধ অস্ত্রধারী আসামিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

- Advertisement -

আরো পড়ুুর