- Advertisement -
মোঃ মনির হোসেন
চাটখিলে গাঁজাসহ যুবক গ্রেফতার এবং ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সারাদেশে মাদকের হাত থেকে যেন রেহাই পাচ্ছে না যুবসমাজ। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন তৎপরতা থাকলেও ধরা চোয়ার বাইরে থেকে যান তারা। চলছে কিশোর গ্যাং সহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মাদক সেবন।
এ অবস্থায় কিশোর গ্যাংয়ের সদস্যের বিরুদ্ধে মাঠে নেমেছে চাটখিল উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকরে নোয়াখালী জেলার খিলপাড়া ইউনিয়নের সাধুরখিল আযিম সাহেবের ব্রিজ এলাকা থেকে মাদকসেবী মোহনকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট গাঁজা পাওয়া যায়। আটককৃত মোহন (২৫) পিতার আবদুল মতিন, সে খিলপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের নোয়াবাড়ীর বাসিন্দা।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূইয়া বিষয় টা নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক ভূঁইয়া মোহনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দৈনিক অন্যধারা/ এইচ
- Advertisement -