জয়পুরহাটে মানবদেহের কিডনি ক্রেতা-বিক্রেতা চক্রের ৯ সদস্য আটক

অন্যধারা ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলায় মানবদেহের কিডনি ক্রেতা-বিক্রেতা চক্রের মূল হোতা খাজা ময়েন উদ্দিনসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ জানুয়ারি,২০২২) কালাই উপজেলার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করার পর বুধবার (১২ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন-খাজা ময়েন উদ্দিন, নুরুল ইসলাম, বাবলু ফকির, সোবহান মন্ডল, মুজাহিদুল মণ্ডল আজাদুল ইসলাম, আব্দুল করিম ফোরকান আলী, আফসার ফকির ও সাজেদুল ফকির।

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, আটককৃতরা কালাই উপজেলার মাত্রাই ও উদয়পুরের গ্রামে বাসিন্দা । পূর্বে একটি কিডনি বিক্রির জন্য মামলা হয়। সেই মামলার সূত্র ধরেই ১১ জানুযারী র‌্যাব সদস্যরা  ৫ জনকে আটক করে। বাকী ৪ জনকে র‌্যাব ছায়া তদন্তের মাধ্যমে আটক করে।

দৈনিক অন্যধারা//আর এম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here