টস জিতেছে আয়ারল্যান্ড, টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে। সিরিজ জয়ের মিশনে এদিন বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ওয়ানডে। যদিও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! বলা চলে বৃষ্টি মাথায় নিয়ে ম্যাচটি গড়াতে যাচ্ছে। এমন ম্যাচে টানা দ্বিতীয়বার টস জিতেছে আয়ারল্যান্ড দল। গত ম্যাচের মতো এই ম্যাচেও তারা শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ দলীয় সংগ্রহের সঙ্গে রেকর্ড ১৮৩ রানের বড় ব্যবধানেও জিতেছে। সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ৯০-এর ঘরে আউট হয়েছেন। তাদের ব্যাটে ভর করেই পরে ৮ উইকেটে ৩৩৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। তার পর অসাধারণ বোলিং নৈপুণ্যে আইরিশদের গুটিয়ে দিয়েছে ১৫৫ রানে।

মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় এসেছেন পেসার হাসান মাহমুদ। আইরিশ দলেও পরিবর্তন একটি। গ্যারেথ ডেলানির জায়গায় অভিষেক হচ্ছে বামহাতি স্পিনার ম্যাথিউ হামফ্রেসের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), ম্যাথিউ হামফ্রেস, হ্যারি টেক্টর, লর্কান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।

দৈনিক অন্যধারা / ২০-০৩-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here