টান
শাকিব লোহানী
শিশু মানবেরা কেমন বেড়ে উঠে একদিন
ডালপালা মেলে অচেনা সে ঋণ
কে কার সাথে মেটায়
শেকড় পুরানো ছেড়ে খোঁজে অন্য মাটি,
নতুন জীবনের আশায়।
হৃতপিণ্ডের শোণিত ধারায়
পাখিদের কোলাহলে, অথবা মাছেদের চোখে
চির কম্পমান স্রোতে সেই একি টান
তোমাকে আমাকে রেখেছে জড়ায়ে আষ্টেপৃষ্টে।
এর নেই শেষ নেই,
যেমন মানুষ পারেনি দেখতে
শেষ কোথায় উর্ধ্বালোকের
তুমিও বার বার ফিরে আসবে
হাতড়ে ফিরবে শেকড়ের সন্ধানে
সেই একই টান, মানুষের হৃদয়ে
পাখিদের কোলাহলে, অথবা মাছেদের চোখে।