- Advertisement -
- Advertisement -
রেলমন্ত্রীর আত্মীয়ের কারণে সাময়িক বরখাস্ত হওয়া টিটিই (ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক) শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (৮ মে ২০২২) দুপুর ১২টায় পাকশি বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন । রেলমন্ত্রীর আত্মীয়দেরকে জরিমানার বিষয়ে তদন্ত চলবে বলেও জানান শহিদুল ইসলাম।
গত বৃহস্পতিবার (৫ মে) দিবাগত রাতে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রীর আত্মীয় হিসেবে পরিচয় দেওয়া তিন যাত্রীকে টিকিটে ছাড়া রেল ভ্রমণের দায়ে জরিমানা করেছিলেন টিটিই শফিকুল ইসলাম। ঐদিন রাতেই রেলওয়ে কর্তৃপক্ষ ‘যাত্রীর সঙ্গে অসদাচরণের’ অভিযোগ দেখিয়ে সাময়িক বরখাস্ত করেন টিটিইকে।

এসিও নুরুল আলমের পরামর্শ অনুযায়ী টিটিই শফিকুল ইসলাম ওই তিন যাত্রীকে এসি টিকিটের পরিবর্তে মোট ১ হাজার ৫০ টাকা নিয়ে জরিমানাসহ সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের টিকিট করে দেন। এ সময় ট্রেনে কর্তব্যরত অ্যাটেনডেন্টসহ অন্যরা উপস্থিত ছিলেন।পাকশী বিভাগীয় রেল সূত্রে জানা গেছে, ওই তিন যাত্রী তাৎক্ষণিকভাবে ট্রেনে লিখিত কোনো অভিযোগ করেননি। তবে তারা ঢাকায় পৌঁছে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ‘অসদাচরণের’ অভিযোগ করেছেন।
সেই অভিযোগ পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন টিটিই শফিকুল ইসলামকে বৃহস্পতিবার রাতেই সাময়িক বরখাস্তের আদেশ দেন। শুক্রবার থেকে আদেশ কার্যকর হয়।বরখাস্তের বিষয়কে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এরপর শনিবার (৭ এপ্রিল) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।রেলমন্ত্রী গণমাধ্যমকে বলেন, ‘ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী ওই তিন যাত্রী আমার আত্মীয় নয়, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার নাম ভাঙিয়ে কেউ হয়তো সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
এদিকে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী ব্যক্তিদেরকে জরিমানা করার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এছাড়াও তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
দৈনিক অন্যধারা/০৮ মে ২০২২/জ কা তা
- Advertisement -