টেস্ট ম্যাচে জয় হওয়ার আশায় মিরাজের বক্তব্য

স্পোর্টস ডেস্ক :

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের একমাত্র টেস্ট আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে। তার আগে আজ (০৩ এপ্রিল, সোমবার) অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে টিম টাইগার্স। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দলের ক্রিকেটাররা সেরেছেন ফিল্ডিংয়ের অনুশীলনও। যদিও অধিনায়ক সাকিব আল হাসান করেননি কোনো অনুশীলন। গল্প-আড্ডায় কাটিয়েছেন এদিন তিনি। দলীয় অনুশীলন শেষে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এদিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেহেদী হাসান মিরাজ।টাইগার এই অলরাউন্ডারের দাবি আইরিশদের বিপক্ষে পূর্ণশক্তির দলই খেলবে। একই সঙ্গে জানালেন দলের সবাই রয়েছেন বেশ ফুরফুরে মেজাজে।

মিরাজ জানায়, একটা জিনিস দেখেন যে, অনেকদিন পর টেস্ট খেলছি, প্রায় ৩-৩.৫ মাস পর। অবশ্যই আমরা পূর্নশক্তির দল খেলছি। এর আগে হয়তো আমাদের সবার একসঙ্গে খেলা হয়নি অনেকদিন। হয়তো অনেকে ছিল, অনেকে ছিল না। তবে এই টেস্টে আমাদের পূর্ণশক্তির দলই খেলছে। আর কম্বিনেশনটা আমাদের জন্য খুবই ভালো আছে। আলহামদুলিল্লাহ, যেহেতু সবাই খেলার মধ্যে আছে, খুবই ভালো টাচে আছে। যেহেতু আমাদের হোম কন্ডিশন। যেটা আমরা সবসময় বলে আসছি স্পিন দিয়ে আমরা ভালো করি। তবে সুযোগ পেস বোলারদের জন্যও থাকবে। যেহেতু উইকেটটা আমরা দেখেছি, ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সবাই আমরা ভালো করতে পারি, ব্যাটাররা, পেস বোলাররা এবং স্পিনাররাও।

দৈনিক অন্যধারা / ০৩-০৪-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here