অন্যধারা ডেস্ক :
রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল (১ এপ্রিল, শনিবার) রাত্রে ১১ টার দিকে কদমতলী পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ফরহাদ হোসেন এবং তার বয়স ২৫ ছিল বছর। নিহত ফরহাদ হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায়।
নিহত ফরহাদ হোসেনের এক বন্ধু জানায়, আমরা শনিবার সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘাটে ঘুরতে বের হই। বাসায় ফেরার পথে পোস্তগোলা ব্রিজের ঢালে আসা মাত্রই একটি ট্রাক আমাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ফরহাদ মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন ফরহাদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ হেফাজতে রয়েছেন ট্রাক চালক। জব্দ করা হয়েছে ট্রাকটি।
দৈনিক অন্যধারা / ০২-০৪-২০২৩