সৈয়দ মোকাররম হোসেন, মাদারীপুর
ডাসার উপজেলার কাঁঠাল তলা বাজারে নিন্ম আয়ের মানুষের সুবিধার্থে ওএম এস-এর চাল বিক্রি হচ্ছে । বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন ইয়াছমীন ও ডাসার থানা ইনচার্জ মো:হাসানুজ্জামানের উপস্থিতিতে শুরু হয় খোলা বাজারে চাল বিক্রি।
বিক্রয় কালে শারমীন ইয়াসমীন বলেন কার্ড প্রতি পাঁচ কেজি চাল পাবেন প্রতি কেজি ৩০ টাকা মূল্যে। সপ্তাহে পাঁচ দিন চাল বিক্রি করা হবে । শুক্র ও শনি দুই দিন বিক্রয় বন্ধ থাকবে । এ চাল কিনতে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেয়া হবে । এ সময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইসমাইল হোসেন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম মোঃ ইসমাইল হোসেন বলেন :আমরা বর্তমানে প্রতি কার্ডে পাঁচ কেজি চাল ৩০ টাকা মূল্যে বিক্রি করছি ।
পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে আগামীতে আমরা প্রতি কার্ডে ৫ কেজি চাল ও ৫কেজি আঁটা, ৩০ টাকা ও১৮ টাকা মূল্যে বিক্রি করব ইনশাল্লাহ । বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের আওতায় ডাসার উপজেলায় দুটি স্থানে একযোগে ওএমএস-এর চাল বিক্রি করা হচ্ছে ,খোলা বাজারে। এ চাল কেজি প্রতি ৩০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে । উভয় ডিলার ডাসারের পাঁচ ইউনিয়নের দুইটি ডিলার পয়েন্ট থেকে সপ্তাহে শুক্র-শনি বাদে পাঁচ দিন দুই টন করে চাল বিক্রি করবেন বলে জানান।
ডিলার মালিক সৈয়দ মোবাচ্ছেরআলী বলেন: চালের মান খুবই ভালো হওয়ায় অত্যাধিক চাহিদা রয়েছে । ভোক্তারা বলেন : বর্তমান চালের দাম অত্যাধিক বেশি এ সময় ৩০০/- টাকায় ৫ কেজি চাল পেয়ে আমরা অনেক খুশি এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ।
দৈনিক অন্যধারা/ এইচ