এবারের অমর একুশে গ্রন্হ মেলা ২০১৯ এ ব্যাপক আলোড়ন ফেলেছে কবি আবু নেসার শাহীনের লেখা রোবট এলিয়েনের যুদ্ধ। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর অন্যধারা পাবলিকেশন্সের ৩৫৯ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
আবু নেসার শাহীন। জন্ম- কুমিল্লা, চৌদ্দগ্রাম, শিক্ষা- বিএসএস।
গল্প, উপন্যাস, ছড়া, কিশোর কবিতা, ফিচারসহ সাহিত্যের নানাবিধ বিষয়ে লিখছেন তিনি। তবে শিশু সাহিত্যেই তার পদচারণা সরব। মাসিক পত্র পত্রিকা থেকে শুরু করে সাপ্তাহিক ও জাতীয় দৈনিকে নিয়মিত প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। লেখালেখির বিষয়ে তাঁর আছে দীর্ঘ স্বপ্ন। জীবনকে সাহিত্যের ভেতর দিয়ে দেখার অদম্য আগ্রহ তাকে দিয়েছে ভিন্ন মাত্রা। তার প্রথম কিশোর উপন্যাস ‘দস্যু সম্রাট’ প্রকাশিত হয় ২০১২ সালে।
গল্পের কিছু অংশ:
রোবট বাইরে যাওয়ার জন্য দরজা খোলে। ঠিক এসময় মাঠের দিক থেকে চিৎকার-চেচাঁমেচি, হৈ-চৈ এর শব্দ আসে। অসংখ্য ফ্লাইং সসার নামে মাঠে। মশাল মিছিল করতে আসা রোবটরা ওদের ঘিরে ধরে। মবিন জানালার পর্দা সরিয়ে সব দেখে চমকে উঠে বললো ‘সর্বনাশ! মনে হচ্ছে আবারো একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে’।
‘হুঁ। যে করে হোক আমাকে এখান থেকে পালাতে হবে। এলিয়েনদের টার্গেট আমি। কারণ আমি স্যারের পিএস। এবং এযাবৎকালের আবিস্কৃত রোবটদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান’। দরজার কড়া নড়ার শব্দ হয়। ভয়ে আঁৎকে ওঠে দু’জন। রোবট বাথরুমের পল ছাদে উঠে লুকিয়ে থাকে। মবিন দরজা খোলে। দু’জন অস্ত্রধারী এলিয়েন বললো ‘তোমার ঘরে কোনো রোবট আছে’? ‘না না’। তার বুক হাঁপরের মতো ওঠানামা করে।