বঙ্গবাজারের ঘটনায় ছোটবেলার অগ্নিকাণ্ডের স্মৃতিচারণ করলেন অপু বিশ্বাস

অন্যধারা ডেস্ক :

রাজধানীর বঙ্গবাজারে গত ৪ এপ্রিলের ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকাহত পুরো দেশ। এ ঘটনায় সাধারণ মানুষ থেকে তারকা, সবাই শোক প্রকাশ করছেন বিভিন্ন মাধ্যমে। এবার শোক প্রকাশ করে ছোটবেলায় অগ্নিকাণ্ডে নিজেদের দোকান পুড়ে যাওয়ার স্মৃতিচারণ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ নায়িকা লেখেন, ‘১৯৯৫ সাল, তখন আমি অনেক ছোট। আগুনে পুড়ে যাওয়া কিছুই বুঝি না। শুধু দেখতাম মা-বাবা, কাকা, দিদি সবাই কান্না করছিল, বলছিল আমাদের সব শেষ।’

‘বগুড়া নিউমার্কেটে আমাদের দুটি দোকান ছিল। পরদিন ঈদ, সারারাত বাবা-কাকা চাঁদরাতে দোকানদারি শেষ করে বাসায় এসে ঘুমাচ্ছিল। ভোরবেলা জানতে পারল আমাদের দুটি দোকান সহকারে পুরো নিউমার্কেট পুড়ে ছাই হয়ে গেছে।’

অপু বিশ্বাস লেখেন, ‘তখন বুঝিনি আমাদের ওপর দিয়ে কী গেছে। কিন্তু আজকে বুঝতে পারছি, বঙ্গবাজারে ব্যবসায়ী পরিবারের ওপর দিয়ে কী যাচ্ছে। এ রকম মর্মান্তিক দুর্ঘটনা আর কখনো যেন কোনো পরিবারের ওপরে না আসে। উপরওয়ালা সহায় হোন।’

ঢালিউড ক্যুইনের এ স্ট্যাটাসটিতে ইতোমধ্যে ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। আর মন্তব্য এসেছে সাড়ে বারোশ’রও বেশি। সেখানে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি শোক প্রকাশ করেছেন নেটিজেনরা।

 

খ.র

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here