বাজার দর উর্দ্ধমুখী

0
439

বাজার দর উর্দ্ধমুখী
হামিদা আনজুমান

একদা এক স্লোগান ছিল
বেশি করে আলু খান
আলু খেয়ে বেশি করে
ভাতের উপর চাপ কমান।

সেদিন বুঝি বদলে গেলো
আলুর কেজি তাই ষাটে
আগুন দেখি, আগুন কোথায়?
দেখছি আড়ং আর হাটে।

বাজার গরম সবজি, মাছে
পেয়াজ, পেঁপে, আলুতে
কি নেবো কি নেবো ভেবে
ঘাম জমে যায় তালুতে।

কোথায় গেলো সস্তার সে দিন
পারলে কেহ বলে যান
নিত্য আনাজ কিনতে গিয়ে
দাম শুনে হয় গরম কান।

নিম্নবিত্ত, মধ্যবিত্ত
টানছে কেহ মাথার চুল
বাজারের দর উর্ধমুখী
দেখছে চোখে সরষে ফুল।

ঠিকানা…
হামিদা আনজুমান
নরসিংদী
বাংলাদেশ।

অন্যধারা//এমকেএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here