বিসিবির পেক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার পাচ্ছে নারী ফুটবল দল

0
116

অন্যধারা ডেস্ক:

হিমালয়ের দেশে সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল বাংলাদেশে ফিরছে আজ। দেশে পা রাখার আগেই বড় সুখবর পেলেন সানজিদা-সাবিনারা। সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী হওয়া নারী ফুটবলারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। বিসিবির এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিজ্ঞপ্তিতে জানায়, ‘সোমবার নারী সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

নাজমুল হাসান বলেছেন, ‘অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

সভাপতি আরও বলেন, ‘কোনো সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।’

গত সোমবার সাফের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন।

জয়ের ম্যাচে সেরা হয়েছেন কৃষ্ণা রানী সরকার। অন্যদিকে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। টুর্নামেন্ট সেরা গোলকিপার হয়েছেন বাংলাদেশের রুপনা চাকমা।

দৈনিক অন্যধারা/২১ সেপ্টেম্বর ২০২২/জ কা তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here