ভূমিধসের ঘটনায় উদ্ধার কাজে সেনাবাহিনী

অন্যধারা ডেস্ক :

আজ (৮ এপ্রিল, শনিবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানান, গতকাল (৭ এপ্রিল, শুক্রবার) বিকেলে চট্টগ্রামের ফয়েজ লেক আকবরশাহ মাজার এলাকার নিকটবর্তী বেলতলিঘোনায় ভূমিধসের ঘটনায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের নির্দেশে অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে রাত সাড়ে ৮টায় সেনাবাহিনীর একটি সার্চ অ্যান্ড রেসকিউ এবং একটি মেডিকেল দল মোতায়েন করা হয়। এছাড়াও ভূমিধস এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশের (এমপি) সদস্যদের মোতায়েন করা হয়। পর্যাপ্ত আলোর অভাব ও নতুন কোনো নিখোঁজ ব্যক্তির সম্ভাব্যতা না থাকায় গতকাল (শুক্রবার) রাতে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। ভূমিধস এলাকার পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনে সেনা সদস্যগণ পুনরায় তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

দৈনিক অন্যধারা / ০৮-০৪-২০২৩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here