মানুষের নামের সাখে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানি

- Advertisement -
- Advertisement -

বিনোদন প্রতিবেদক

প্রতি বছর কোরবানির পশুর হাটে গরু তোলার আগে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতো। গরুর খামারিরা আলোচিত কিছু মানুষের নাম দিয়ে গরু নাম রাখেন। এবারও অভিনেতা শাকিব খান, জায়েদ খান, হিরো আলমসহ সব আরও কিছু ব্যক্তি নামে গরু নাম রাখেন খামারিরা। যেগুলো নাম নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ওমর সানি। মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয় বলে তিনি জানান। ইসলামের সঙ্গে যায় না। নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।

দৈনিক অন্যধারা/ এইচ

- Advertisement -

আরো পড়ুুর