- Advertisement -
মানুষ বড় অসহায়
মোহাম্মদ আবদুল কাইয়ুম
ভবের হাটে হেঁটেছি কতকটা পথ জীবনের আ’ল ধরে
মন বিনিময়ে পেয়েছি অর্বাচীন যাতনা বহুজনের ভীড়ে,
সভ্য মানুষ নামের আড়ালে দেখেছি মুখোশ মানুষেরে
প্রকাশ্যে দেবতা জেনে ও গোপনে বুকে ছুরি যে মারে,
চাইলাম যারে পুজিলাম তারে খুঁজিলাম জনম ধরে।
ফেলে দিল যেনো ধাক্কা মেরে অথৈই উত্তাল সাগরে
আজও বন্দী সত্য ও সুন্দর বিশ্বাসের কারাগারে,
মানুষের ঢেড় ভালো পেলাম শয়তান ইবলিশেরে!
পথ ভোলারে অবেলায় গেলে বিরাণ পথে ফেলে
গোধূলীবেলায় দূরদিগন্তে হারাল যে তারার মিছিলে
মুখে মধু বিষ অন্তরে ঠকাবে কত মিথ্যে সাধু সেজে!
ন্যায় নীতির বারতা আছে শুধুই কলমে আর কাগজে!
সুখ স্বপ্ন হারা হৃদয় বীণার তার অভিমানে গেছে ছিড়া,
মেঘে ঢাকা তারা নদীরা ছন্দহারা বিশ্বাসের পাহাড়চূড়া
অবিশ্বাসের ভরা ধরা নিঃস্বপৃথবীতে সুখের ভীষণ খরা,
ছুটে চলা নিরবধি বাধনহারা আশারা পায় গো আস্কারা।
আর কত বার কত ভাবে ভাঙ্গবে এ বুকের পাজর
দুঃখের অনলে পোড়ে হৃদয় কেউ তো রাখেনা খবর
ভাঙ্গে ঘর কি দুর্বিসহ জীবন যেনো অন্ধকার কবর।
পৃথিবী কি শুধুই যাতনাময় সুখ স্বর্গতে যত সংশয়
নাটকের মঞ্চে যে যার মত করে যাওয়া শুধু অভিনয়,
বসুন্ধরায় মানুষ বড় অসহায় আসলে কেউ কারো নয়!
অন্যধারা/সাগর
- Advertisement -